HighlightNewsআন্তর্জাতিক
মিয়ানমারে স্কুলে সামরিক হেলিকপ্টারের গুলিতে নিহত ৬ শিশু, বন্ধক শিক্ষক
টিডিএন বাংলা ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলের লেত ইয়েট কোন গ্রামের একটি স্কুলে সামরিক হেলিকপ্টারের গুলিতে ছয় শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ শিশু। সূত্রের খবর, সামরিক সরকার আশঙ্কা করেছিল যে এই স্কুলে বিদ্রোহীরা লুকিয়ে আছে। এখান থেকেই বিদ্রোহীরা তাদের তৎপরতা চালাচ্ছে।
অন্যদিকে, গ্রামবাসীদের মতে, গুলি চালানোর পর পদাতিক সৈন্যরা গ্রামে পৌঁছে ট্রাকে করে শিশুদের মৃতদেহ নিয়ে যায়। পরে সৈন্যরা প্রায় ১১ কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে শিশুদের কবর দেয়। নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারের অভিযোগ, সৈন্যরা ২০ শিশু ও শিক্ষককে বন্ধক বানিয়েছে। এদিকে, সামরিক সরকার বলেছে, স্কুল থেকে সেনাদের ওপর হামলার পরই প্রতিশোধ নেওয়া হয়েছে।