টিডিএন বাংলা ডেস্কঃ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। করোনা পরিস্থিতি মোকাবিলায় যাদের ভূমিকা সবচেয়ে বেশি সেই কলকাতা পুলিশেই এবার করোনা সংক্রমণের আতঙ্ক দেখা দিল। লালবাজার সূত্রের খবর, সোমবার পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৮০-র উপরে ছিল। মঙ্গলবার নতুন করে তিনজন ডিসির কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং ৫ জন ডেপুটি কমিশনার পর্যায়ের আইপিএস অফিসার করোনায় সংক্রমিত হয়েছেন। মোট ৮৬ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ক্রমশ করোনা পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শহরের সরকারি এবং বেসরকারি একাধিক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। বেসরকারি হাসপাতালে ও সরকারি হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর আহমেদ ডেন্টাল কলেজ, চিত্তরঞ্জন সেবা সদন, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরজিকরের হোস্টেলে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যে ক্রমশ কোভিড আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই রাজ্যজুড়ে বহু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। সোমবার থেকেই জারি হয়েছে বিধিনিষেধ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরে বিভিন্ন জায়গায় মোট ২৫টি মাইক্রো কনটেইনমেন্ট জোনের কথা ঘোষণা করেছেন। এছাড়া আগাম সতর্কতা হিসাবে চালু করা হয়েছে তিনটি সেফ হোমও।