নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বাবরি মসজিদ ধ্বংসের দিন ৬ ডিসেম্বর রাজ্যজুড়ে কালা দিবস পালন করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।এদিন বাবরী মসজিদ ধ্বংসের সুবিচারের দাবীতে মুর্শিদাবাদ জেলার সুতি-২ ব্লকের ব্যাঙডুবি মোড়ে কালা দিবস পালন করে পার্টি। এসময় উপস্থিত ছিলেন রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য হামিদ সেখ, সুতি-২ ব্লক সভাপতি সাবির খান, সম্পাদক মোঃআজিমুদ্দিন সেখ এবং সামশেরগঞ্জ ব্লক সভাপতি জাবের আলি, সম্পাদক আয়াতুল্লাহ খোমিনি ও অনান্য নেতৃবৃন্দ।