ছত্তিশগড়ে জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৬
টিডিএন বাংলা ডেস্ক : ছত্তিশগড়ের রায়পুরে সিআরপিএফ জওয়ানদের স্পেশাল ট্রেনে বিস্ফোরণ। গুরুতর জখম ৬ জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণস্থলে যায় ফরেনসিক দল। কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ বিস্ফোরণটি ঘটে। রায়পুর স্টেশনে দাঁড়িয়ে ছিল ওই স্পেশাল ট্রেনটি। ট্রেনে তিন কোম্পানির জওয়ান ছিল। তারা ওড়িশার ঝাড়সুগরা থেকে জম্মু যাচ্ছিল। হঠাৎই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তদন্তে খবর, জওয়ানদের সঙ্গে ওই ট্রেনে প্রচুর বিস্ফোরক ছিল। একটি কামরা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় শৌচালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে। টানাহ্যাঁচরায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, হেড কনস্টেবল বিকাশ চৌহানের অবস্থা আশঙ্কাজনক। আহত জওয়ানরা হলেন, চবন বিকাশ লক্ষণ, রমেশ লাল, রবীন্দ্র কর, সুশীল, দিনেশ কুমার পেকরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রেনটি জম্মুর উদ্দেশ্যে রওনা দেয়। তবে এদিনের এই ঘটনায় বিস্ফোরক নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক মহলে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্টেশন চত্বরে।