HighlightNewsদেশ

মেঘালয়ে পুলিশের গুলিতে নিহত ৬, সহিংসতা ছড়িয়ে পড়ার পর ৭টি জেলায় বন্ধ ইন্টারনেট

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার সকালে আসাম-মেঘালয় সীমান্তে পুলিশের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। জানা গিয়েছে, কাঠ পাচারকারি একটি ট্রাককে পুলিশ থামায়। এরপরই সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতার পর মেঘালয়ের ৭টি জেলায় সকাল ১০.৩০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আসামের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুরকোহতে গুলিতে নিহত হয়েছেন এক বনরক্ষী। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে পাঁচজন মেঘালয়ের এবং একজন আসামের। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মেঘালয় পুলিশ এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে।

Related Articles

Back to top button
error: