টিডিএন বাংলা ডেস্ক : সামনেই উৎসবের মরশুম। তার আগে দেশব্যাপী বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। দেশব্যাপী অভিযান চালিয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে ছয় জনকে। যাদের মধ্যে দুই জন পাক মদতপুষ্ট বলে দাবি পুলিশের। পড়শি দেশের গুপ্তচর সংস্থা আইএসআই ওই দুই জনকে প্রশিক্ষণ দিয়েছে। এমনটাই দিল্লি পুলিশের সূত্রের খবর। দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে নাশকতার ছক কষেছিল এই ছয় জন। এমনই অনুমান পুলিশের।
গোয়েন্দা সংস্থা মারফৎ খবর পেয়ে দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশ জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশের বিশেষ সেল। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সিপি নীরজ ঠাকুর জানান, ‘ধৃতেরা জান মহম্মদ শেখ, মহারাষ্ট্রের বাসিন্দা, ওসামা ওরফে শামি জামিয়া নগরের বাসিন্দা, মূলচন্দ ওরফে সাজু উত্তর প্রদেশের রায়বরেলির বাসিন্দা, জিশান কামার, উত্তর প্রদেশের এলাহাবাদের বাসিন্দা, মহম্মদ আবু বকর, বাহরইচের বাসিন্দা, মহম্মদ আমির জাভেদ, লখনউয়ের বাসিন্দা। এদের মধ্যে ওসামা এবং জিশান আইএসআই প্রশিক্ষণপ্রাপ্ত। পাক গুপ্তচর সংস্থার নির্দেশেই চলছিল তারা।‘
এসপি নীরজ আরও জানান, এই চক্রান্তে হাত থাকতে পারে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের। তার ঘনিষ্ঠ সমীরকে পাকিস্তানের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভাড়া করেছিল। তাদের উপর দায়িত্ব ছিল বিস্ফোরক-সহ গ্রেনেড এবং আধুনিক আগ্নেয়াস্ত্র সরবরাহের। পুলিশের দাবি, ধৃতরা জানিয়েছে যে তাদের সঙ্গে আরও ১৪-১৫ এমন ছিল যারা বাংলা ভাষায় কথা বলত।