টিডিএন বাংলা ডেস্ক: ছত্তিশগড়ের ভিলাইয়ে অবস্থিত একটি নার্সিং কলেজের ৬০ জন ছাত্রী খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছেন। সব ছাত্রীদের নেহেরু নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজন ছাত্রীর মৃত্যু হয়েছে। ৪৬ জন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, ভিলাইয়ের রাস্তোগী নার্সিং কলেজে মোট ৩০০ ছাত্রী হোস্টেলে থাকেন। এঁরা প্রত্যেকেই এএনএম এবং নার্সিং কোর্সে পড়াশোনা করেন। চারদিন আগে কিছু ছাত্রী খাবারে বিষক্রিয়ার অভিযোগ করেছিলেন। কলেজ প্রশাসন ওই ছাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এরপর একে একে অন্য মেয়েদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের নোংরা খাবার দেওয়া হয়।