টিডিএন বাংলা ডেস্ক: তেলেঙ্গানার ১১৮ জন বিধায়কের মধ্যে ৭২ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা এবং ৪৬ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। শনিবার একটি প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫৯জন বিধায়ক অর্থাৎ, শাসকদল ভারত রাষ্ট্র সমিতির ১০১জন বিধায়কের মধ্যে ৫৮ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং তেলেঙ্গানা ইলেকশন ওয়াচ দ্বারা প্রকাশিত ওই প্রতিবেদনে ১১৯ জন বর্তমান বিধায়কের মধ্যে ১১৮ জনের অপরাধমূলক, আর্থিক এবং অন্যান্য পটভূমির বিবরণ বিশ্লেষণ করা হয়েছে। বর্তমান বিধানসভায় সেকেন্দ্রাবাদ ক্যান্টের একটি আসন খালি রয়েছে। এই বিশ্লেষণ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা এবং তারপরে অনুষ্ঠিত নির্বাচনের ভিত্তিতে করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১১৮ জন বর্তমান বিধায়কের মধ্যে ৬১ শতাংশ অর্থাৎ ৭২ জন বর্তমান বিধায়ক নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছেন, যেখানে ৩৯ শতাংশ অর্থাৎ ৪৬ জন বর্তমান বিধায়ক নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাতজন বিধায়ক আইপিসির ধারা ৩০৭-এর অধীনে খুনের চেষ্টা সম্পর্কিত মামলা ঘোষণা করেছেন এবং চারজন বিধায়ক মহিলাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত মামলা ঘোষণা করেছেন। রিপোর্ট হাইলাইট করা হয়েছে,”৪ জন বর্তমান বিধায়কের মধ্যে একজন বিধায়ক আইপিসি ধারা-৩৭৬-এর অধীনে ধর্ষণ সংক্রান্ত মামলা ঘোষণা করেছেন”।
প্রতিবেদনে বলা হয়েছে যে শাসকদল বিআরএসের ১০১ জন বিধায়কের মধ্যে ৫৮ শতাংশ অর্থাৎ, ৫৯ জন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে ঘোষণা করেছেন। এছাড়া, এআইএমআইএম-এর সাতজন বিধায়কের মধ্যে ৮৬ শতাংশ অর্থাৎ, ৬ জন, কংগ্রেসের ৬ জন বিধায়কের মধ্যে ৬৭ শতাংশ অর্থাৎ ৪ জন, বিজেপির ২ জন বিধায়ক এবং ২ জন স্বতন্ত্র বিধায়কের মধ্যে একজন তাদের হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্ষমতাসীন বিআরএসের ১০১ জন বিধায়কের মধ্যে ৩৮ শতাংশ তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন। এছাড়া, এআইএমআইএম-এর সাত বিধায়কের মধ্যে দু’জন (২৯ শতাংশ), কংগ্রেসের ছয়জন বিধায়কের মধ্যে তিনজন (৫০ শতাংশ), বিজেপির দু’জন বিধায়ক এবং দু’জন স্বতন্ত্র বিধায়কের মধ্যে একজন তাদের হলফনামায় নিজেদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা ঘোষণা করেছেন। উল্লেখ্য, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে ৩০ নভেম্বর। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। সূত্র- হিন্দুস্তান টাইমস