HighlightNewsদেশ

জ্ঞানবাপী সংক্রান্ত ৭টি মামলা আদালতে আজ পেশ করা হবে: শ্রিংগার গৌরী সহ অন্যান্য মামলার একসঙ্গে শুনানি হবে কি না তা নিয়ে শুনানি হবে

টিডিএন বাংলা ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত ৭টি মামলা একসঙ্গে নেওয়া হবে না আলাদাভাবে শুনানি হবে সেই নিয়ে বারাণসীর জেলা বিচারক অজয় ​​কৃষ্ণ বিশ্বেশের আদালতে ৩ মে অর্থাৎ আজ দুপুর ২টার পর শুনানি হবে। এখনও পর্যন্ত দেওয়ানি ও ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলাগুলির শুনানি চলছিল।

১৭ এপ্রিল আদালত আদেশ দেয়, যাতে বলা হয়, সাতটি মামলার সবকটিই একসঙ্গে জেলা জজের সামনে উপস্থাপন করতে হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে একসঙ্গে, নাকি আলাদাভাবে শুনানি হবে। আদালতের এই আদেশের পর আজই দেওয়ানি ও ফাস্ট ট্র্যাক আদালত থেকে সমস্ত মামলার ফাইল সরিয়ে জেলা আদালতে আনা হবে।

আজ আদালতে যে ৭টি মামলার শুনানি হবে তার মধ্যে রাগ-ভোগ, পূজা-দর্শনের দাবিতে করা আবেদনেরও শুনানি হবে। যার মধ্যে, শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের পিটিশনও রয়েছে। যেখানে তিনি ওজুখানায় পাওয়া কথিত ‘শিবলিঙ্গ’-কে আদি বিশ্বেশ্বরের প্রাচীনতম শিবলিঙ্গ বলে বর্ণনা করেছেন। যার রাগ-ভোগ, পূজা-দর্শন দাবি করা হয়েছে।

এ মামলার সঙ্গে যুক্ত করে বাদিনী পক্ষের পূজার অধিকারের দাবিও শোনা হবে নাকি, আলাদাভাবে শুনানি হবে তাও আজ আদালতে স্পষ্ট করা হবে। একই সঙ্গে, মহিলা মামলাকারী রাখি সিং ‘রাখি সিং এবং অন্যান্য বনাম উত্তরপ্রদেশ রাজ্য এবং অন্যান্য’ মামলাটি হাইকোর্টে বিচারাধীন। সেখান থেকে আদেশ না আসা পর্যন্ত বাকি মামলাগুলো স্থগিত থাকবে কি না সে বিষয়ে আদালত তার অবস্থান পরিষ্কার করবে।

Related Articles

Back to top button
error: