টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষে সামরিক অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কিনতে ৭০ হাজার কোটি টাকা অনুমোদন করেছে মোদী সরকার। গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষামন্ত্রকের একটি বৈঠক অনুষ্টিত হয়। সেখানেই ৭০ হাজার কোটিরও বেশি টাকার এই প্রস্তাবে সিলমোহর দেয় প্রতিরক্ষামন্ত্রক।
জানা গিয়েছে, ৬৯টি সামুদ্রিক কপ্টার, ২২৫ ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং ৩০৭টি ভারী কামান কেনা হবে।