HighlightNewsরাজ্য

প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে হড়পা বানে মৃতের সংখ্যা ৮, আহত ও নিখোঁজ অনেকেই, চলছে উদ্ধারকাজ

টিডিএন বাংলা ডেস্ক: ১০ দিন ব্যাপী মহাসমরহে দুর্গা পুজার পর প্রতিমা বিসর্জনের সময় ঘটল মর্মান্তিক বিপর্যয়। বুধবার দশমীর সন্ধ্যায় জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে আচমকা হড়পা বানের শিকার অসংখ্য পুন্যার্থী। হঠাৎ হড়পা বানের তোড়ে ভেসে গেল বহু মানুষ। এই দুর্ঘটনার মুখে পড়ে এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কমপক্ষে ১৬ জন। এছাড়াও নিখোঁজ আছেন আরও অনেকেই। ফলে এই বিপর্যয়ের কারণে আহত ও নিহতের সংখ্যা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তাদের যৌথ প্রচেষ্টায় জোড় কদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত এই ঘটনায় আহত প্রায় ১৬ জনকে উদ্ধার করে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যাদের মধ্যে আবার ৮ জন মহিলা।

কেন এত বড় বিপর্যয়?
জানা গিয়েছে, নদীর গতিপথ পরিবর্তীত হওয়ার কারণে প্রতিমা বিসর্জন দেখতে নদীর মাঝামাঝি এলাকায় যেতে হয়েছিল দর্শনার্থীদের। যখন সবাই বিসর্যন দেখতে ব্যস্ত তখন হঠাৎ তারা লক্ষ করেন জলস্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সাবধান হয়ে সেখান থেকে তীরে পৌঁছানোর আর সময় পাননি অনেকেই। তার আগেই হড়পা বানের প্রবল স্রোতে ভেসে জান অনেক দর্শনার্থী। যার মধ্যে অনেককেই বাঁচানো সম্ভব হলেও অনেকেরই মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক বিপর্যয়ের সময় ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী দল ছিল না বলেও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আবার হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। যার জেরে হাসপাতালে ভাঙচুর চালানোর মত ঘটনাও সামনে এসেছে।

Related Articles

Back to top button
error: