HighlightNewsদেশ

কর্ণাটকে ৯ এক্সিট পোল, তিনটিতে কংগ্রেসের পক্ষে বহুমত: একটিতে বহুমত পেয়েছে বিজেপি সরকার, কিংমেকার জেডিএস

টিডিএন বাংলা ডেস্ক: আজ কর্ণাটকের ২২৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে ৬৯%। এবার ফলাফলের অপেক্ষা। কিন্তু তার আগে, এক্সিট পোল। এবার নয়টি এক্সিট পোলের মধ্যে তিনটিতে বহুমত পেয়েছে কংগ্রেস সরকার। ৫টি সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস সবচেয়ে বড় দল। সংখ্যাগরিষ্ঠতার (১১৩) পরিসংখ্যান থেকে ৫টি থেকে ১০টি আসন দূরে।

অন্যদিকে, একটি পোল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে। একটি সমীক্ষায়, বিজেপি সবচেয়ে বড় দল। বাকি চারটি সমীক্ষায় ২১টি থেকে ৩৩টি আসন নিয়ে জেডিএসকে কিংমেকার বলা হয়েছে। যার অর্থ, ২০১৮ সালের মতো, এবারও জেডিএস ছাড়া কংগ্রেস বা বিজেপির সরকার তৈরি হবে না।

পোল অফ পোলস অনুসারে, বিজেপি পেতে পারে ৯২টি আসন, কংগ্রেস পেতে পারে ১০৭টি আসন, জেডিএস পেয়ে পারে ২০টি আসন এবং অন্যান্যরা ৫টি আসন পাবে বলে আশা করা হচ্ছে।

তবে, এই সবই সমীক্ষা। আসল ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরো দুদিন। রেজাল্ট আসবে ১৩ মে। উল্লেখ্য, সরকার গঠনের জন্য ১১৩ জন বিধায়কের প্রয়োজন।

Related Articles

Back to top button
error: