HighlightNewsদেশসম্পাদকীয়

উজ্জলা যোজনায় নতুন করে সিলিন্ডার কিনতে পারেননি ৯০ লক্ষ গ্রাহক, রিপোর্টে প্রকাশ

দেবিকা মজুমদার: উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় আড়ম্বর করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া শুরু করেছিল মোদি সরকার। অথচ, ক্রমান্বয়ে বেড়ে চলা রান্নার গ্যাসের দামের কারণে গ্যাস সিলিন্ডার রিফিল করাতে পারেননি বহু গ্রাহক। অনেকে গত বছরে মাত্র একবার সিলিন্ডার রিফিল করতে পেরেছিলেন। আকাশছোঁয়া বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। বাড়ছে কেরোসিনের দামও। তাই অনেকেই এলপিজির সংযোগ থাকা সত্ত্বেও ব্যবহার করছেন কাঠ-কয়লার জ্বালানি। বর্তমানে রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে আদতে কতজন গ্রাহক সিলিন্ডার রিফিল করাতে পারছেন তা জানতে সম্প্রতি আরটিআই করেছিলেন সমাজকর্মী চন্দ্রশেখর গৌর। সেই আরটিআই-এর জবাবে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ২০১৯-২০২০ অর্থবর্ষে উজ্জ্বলা প্রকল্পের আওতায় গ্যাসের সংযোগ পাওয়া ৯০ লক্ষ গ্রাহক সিলিন্ডার রিফিল করেননি। শুধু তাই নয়, এক কোটির বেশি গ্রাহক বছরে শুধুমাত্র একবার গ্যাস সিলিন্ডার রিফিল করেছিলেন।


২০১৬ সালের ১মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে উত্তরপ্রদেশ, বিহারের নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচু তলার মহিলাদের কাছে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া ছিল পরিকল্পনা। সমাজের নিচু স্তরের মানুষের কাছে দূষণহীন রান্নার ব্যবস্থা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা প্রকল্প গোটা দেশে বেশ ভালোভাবেই সমাদৃত হয়েছিল। যাদের বাড়িতে এখনো পর্যন্ত কাঠ কয়লার আগুনে রান্না হয়, তাদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছিল রান্নার গ্যাসের সংযোগ। ওই প্রকল্প অনুযায়ী, সংযোগের সঙ্গে একটি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হত। কিন্তু এর পরবর্তী সময় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এতটাই বেড়েছে যে নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে তো বটেই মধ্যবিত্ত মানুষদেরও সিলিন্ডার কিনতে গেলে দু’বার ভাবতে হচ্ছে। এই পরিস্থিতিতে সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়ের করা ওই আরটিআইয়ের জবাবে দেশের তিন তেল উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, ২০১৯-২০২০ অর্থবর্ষে এই প্রকল্পের ৯০ লক্ষ গ্রাহক সিলিন্ডার রিফিল করেননি। আর ১ কোটির বেশি গ্রাহক বছরে মাত্র একবার গ্যাস সিলিন্ডার রিফিল করেছিলেন। ২০২০ সালের মে মাস পর্যন্ত ৮ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছিল মোদি সরকার। ইতিমধ্যেই উজ্জ্বলা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৯ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ এবং একটি করে সিলিন্ডার পেয়েছেন। তবে, রান্নার গ্যাসের উত্তরোত্তর মূল্যবৃদ্ধির পর এই প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও সত্যিই কী সত্যিই তাঁরা দূষণহীন রান্নার ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারছেন?

Related Articles

Back to top button
error: