টিডিএন বাংলা ডেস্ক : ‘৮০ বনাম ২০-এর লড়াই’ অতীত। এবার ৯০ বনাম ১০ শতাংশ। উত্তরপ্রদেশের লড়াইয়ের সমীকরণ নিয়ে নয়া অঙ্ক শোনালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শামলি জেলায় জনসভা থেকে যোগী আক্রমণ করেছেন সমাজবাদী পার্টিকেও। যোগীর দাবি, বিজেপি শাসনে ‘বুলডোজার এবং উন্নয়ন’ একসঙ্গে চলবে। মাফিয়াদের পিছনে লুকিয়ে পড়া মেরুদণ্ডহীন সপা নয়, রাজ্যবাসী শক্তিশালী ডবল ইঞ্জিন সরকার বেছে নিতে চলেছে। যোগীর কথায়, প্রথম দফার ভোটের আগেই সমীকরণ বদলে গিয়েছে। ৮০ বনাম ২০-এর পরিবর্তে বর্তমানে লড়াই ৯০ বনাম ১০ শতাংশে বদলে গিয়েছে। এবার নতুন অঙ্ক শোনালেন তিনি।
সেইসঙ্গে বিপুল ভোটে জয় পেয়ে বিজেপি রাজ্যের ক্ষমতা ধরে রাখবে বলেও দাবি করেছেন গোরক্ষপুরের প্রার্থী।