টিডিএন বাংলা ডেস্ক: তেলেঙ্গানায় করোনা সংক্রমনের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে সে রাজ্যে দশ দিনের জন্য লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন চলাকালীন সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জরুরী পরিষেবার জন্য ছাড় দেওয়া হবে।
প্রসঙ্গত, তেলেঙ্গানায় সোমবার একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮২৩ এবং করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩২ জন। এখনো পর্যন্ত রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার এবং প্রতিদিন এই সংখ্যা বেড়ে চলেছে। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তেলেঙ্গানায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার মানুষ।