টিডিএন বাংলা ডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরে প্রার্থনারত ১২ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থা অভিযোগ উঠল। মন্দিরের মোট ১৩৬ টি মন্দির আছে। তারই মধ্যে একটি মন্দির হল বামন মন্দির। শুক্রবার ১২ বছরের এক কিশোরী সেই বামন মন্দিরে একাকী প্রার্থনা কর ছিলেন। কিশোরীকে একা পেয়ে ওই মন্দিরের পুরোহিত শিশুটির উপর যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এরপর কিশোরীকে চিৎকার করে কাঁদতে কাঁদতে মন্দির থেকে বার হতে দেখে তার বাবা-মা ভীত হয়ে পড়েন। তারপরই কিশোরী তার বাবা-মাকে পুরোহিতের অপকর্মের কথা বলেন। কিশোরীর বাবা মা স্থানীয় সিংহদ্বার থানায় পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুক্রবার ওই কিশোরী বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এর কাছে নিজের হেনস্তার ঘটনার বিবরণ দিয়ে বয়ান নথিভূক্ত করেন। কিশোরীর অভিযোগের পরেই শনিবার হরিদ্বার পুলিশ পুরোহিতকে চিহ্নিত করে এবং তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে পুরোহিতের নাম সংগ্রাম দাস এবং তার বয়স ২৭ বছর। মন্দিরের পুরোহিতের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ ওঠায় হতবাক সকলেই।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024