Newsদেশ

মধ্যপ্রদেশের বিদিশাতে ৬০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল ৭ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ৭ বছরের একটি শিশু বোরওয়েলে পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে লাতেরি তহসিলের আনন্দপুরের কাছে খেরখাদি মালভূমিতে। জানা গিয়েছে, দীনেশ আহিরওয়ারের ছেলে লোকেশ দৌড়তে গিয়ে বোরওয়েলে পড়ে যায়। খবর পেয়ে, পুলিশ ও এনডিআরএফের টিম উদ্ধারকাজ শুরু করেছে। জানা গিয়েছে, বোরওয়েলটি ৬০ ফুট গভীর। তবে, শিশুটি ৪৩ ফুট গভীরে আটকে রয়েছে। ৪টি জেসিবি দিয়ে গর্তের কাছে সমান্তরাল গর্ত খনন করা হচ্ছে। শিশুটিকেও অক্সিজেন দেওয়া হচ্ছে। ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: