বিধানসভায় অধিবেশনের মধ্যেই নগ্ন ভিডিও দেখার অভিযোগ উঠল বিজেপির বিধায়কের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: ত্রিপুরায় বিধানসভার মধ্যেই অধিবেশন চলা কালে মোবাইলে নগ্ন মহিলাদের ভিডিও দেখার অভিযোগ উঠল শাসক দল বিজেপির বিধায়কের বিরুদ্ধে। ত্রিপুরায় জনে জনে ঘুরতে থাকা একটি ভিডিওতে বাগবাসার বিজেপি বিধায়ক যাদবলাল নাথকে দেখা যাচ্ছে বিধানসভায় অধিবেশনের মধ্যেই মোবাইলে নগ্ন অন্তর্বাস পরা তরুণীর ভিডিও দেখছেন। তাও আবার একটি নয় একাধিক ক্লিপিং দেখার অভিযোগ উঠেছে। অন্যদিকে সেই সময় অধিবেশনে রাজ্য, অর্থনীতি, শিক্ষা, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা চলছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে কে এই ভিডিওটি তুলে ছড়িয়ে দিলেন। কারণ তার আশে পাশে তো বিজেপির বিধায়করাই ছিলেন।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম ‘দ্য ওয়াল’কে যাদবলাল বলেন, “কী আর বলব! ফেসবুকে রিলস দেখছিলাম, ওই সব চলে এল। তারপর আবার ওইসব এল! বিশ্বাস করুন। বুঝিনি। কী করে যে চলে এল!” নীল ছবি না হলেও অধিবেশন কক্ষে কি মোবাইল ঘাঁটা উচিত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আর দেখব না। বিধানসভায় মোবাইল হাতেই নেব না।”