রাজ্য

বীরভূমে বিজেপি কর্মীর নির্মীয়মান বাড়িতে গভীর রাতে বিস্ফোরণ

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: বিজেপি কর্মীর নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ এলাকায় সন্ত্রাস সৃষ্টি ও ভয় ভীতি প্রদর্শনের জন্য বিস্ফোরক মজুদ করছে এবং তাতেই বিস্ফোরণ হয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি চক্রান্ত করেই বিজেপি কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসহরি গ্রামের বিজেপি কর্মী বাঘাম্বর পালের নির্মীয়মান বাড়িতে বুধবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ফলে নির্মীয়মাণ বাড়ির কংক্রিটের সিড়ি ও বাড়ির একাংশ ফাটল ধরে গিয়েছে। বাড়ির মালিকের দাবি ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে বাড়িটি উড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিল দুষ্কৃতীরা। তাতে বাড়ির মালিককে বিস্ফোরক মজুদ রাখার অপরাধে ফাঁসানো যাবে। গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে ওই এলাকায় বিজেপির যথেষ্ট প্রতিপত্তি বেড়েছে। আর তাতেই বিজেপি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সংঘাত চরমে ওঠে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বীরভূম সফরের দিন বিজেপি সমর্থকদের রোড শো তে যাওয়াতে আটকানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও পুলিশি হস্তক্ষেপে সেদিন কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তারপর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে থাকে। বিস্ফোরণের পর এই দিন সকালে দুবরাজপুর থানার পুলিশ তদন্তে আসে। সে এলাকা থেকে কিছুটা ইলেকট্রিক তার উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান ডিনামাইট ওই তাদের সঙ্গে সংযোগ করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,” রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর চেষ্টা বিজেপির। সেই জন্যই বোমা মজুদ করেছিল এবং তাতেই বিস্ফোরণে বাড়ির মালিক বাঘাম্বার পালের দাবি,” বিজেপির বাড়বাড়ন্ত ঠেকাতেই বিস্ফোরণ ঘটিয়ে চক্রান্ত করা হয়েছে। যাতে আমরা দোষী সাব্যস্ত হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত”। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন,” বিজেপি সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করেনা গণতন্ত্রে বিশ্বাসী। চক্রান্ত করেই বিস্ফোরণ ঘটিয়ে আমাদের কর্মীকে ফাঁসানোর চেষ্টা। আমরা চাই পুলিশ ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক”।

Related Articles

Back to top button
error: