আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১৫
টিডিএন বাংলা ডেস্ক : ফের বিস্ফোরণ কাবুলিওয়ালার দেশে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কান্দাহার প্রদেশ। শুক্রবার জুমার নামায পড়ার সময় একটি শিয়া মসজিদে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহত আরও ৪০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠনই এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
১৫ আগস্ট আফগানিস্থানে পতন ঘটে আশরাফ ঘানি সরকারের। একের পর এক প্রদেশ দখল করে ক্ষমতার অলিন্দে পৌঁছে যায় তালিবানরা। সরকারও গঠন করে তারা। এরই মধ্যে একাধিকবার বিস্ফোরণ ঘটে গেছে আফগানভূমে। এদিন নামায পাঠের জন্য বহু ধর্মপ্রাণ মুসলিম একত্রিত হয়েছিলেন। কিন্তু আচমকাই তীব্র শব্দ কেঁপে ওঠে এলাকা। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেয় চারপাশের লোকজন। এরই মধ্যে শুরু হয় উদ্ধারকাজ।
ঘটনার পেছনে কারা জড়িত এখনও জানা যায়নি। তালিবান মুখপাত্র বিলাল কারিমি জানিয়েছেন, শুক্রবার প্রার্থনার সময় অনেক ভিড় থাকে মসজিদে। তাই অনেক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, ইসলামিক স্টেটের জঙ্গিরাই এই নাশকতা চালিয়েছে। মসজিদের দক্ষিণ দিকের দরজায় তিনটে বিস্ফোরণ হয়েছে। ঠিক একই ঘটনা ঘটেছিল গত সপ্তাহে আফগানিস্তানের কুন্দুসে।