HighlightNewsরাজ্য

স্কুলছুটদের স্কুলমুখী করতে রাজ্যের পরিকল্পনা নেওয়ার দাবিতে মামলা হাই কোর্টে

টিডিএন বাংলা ডেস্ক : কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য দীর্ঘ দিন লকডাউন চলেছে। ফলে স্কুল, কলেজের পঠন পাঠনও বন্ধ ছিল। যার কারণে অনেক পড়ুয়াই পড়াশুনা ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকার জন্যই তারা ওই পথে পা বাড়িয়েছে। এমতাবস্থায় তাদের স্কুলমুখী করার দায়িত্ব রাজ্য সরকারে। আর সেই কারণেই স্কুল ছুটদের আবারও স্কুলে ফেরাতে রাজ্য সরকারের কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই দাবিতেই তিনি কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আগামী ২১ জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে বলে খবর।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় স্কুলছুটদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “ওই পড়ুয়াদের জন্য সরকার থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এখনও তাদের কাছে স্কুল ছুটদের পরিসংখ্যান নেই। অথচ এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ফলে অজান্তেই ওই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। তাই এখন সরকারের উচিত তাদের স্কুলমুখী করা।”

Related Articles

Back to top button
error: