এলএসিতে ধরা পড়ল এক চৈনিক সেনা, প্যাংগং তসো এলাকায় ঢুকে পড়েছিল ওই সৈনিক

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের প্যাংগং তসো এলাকায় ধরা পড়লো এক চৈনিক সেনা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার ভোরে প্যাংগং ঝিলের দক্ষিণ দিকে ওই চৈনিক সেনা ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। ওই সৈনিককে আটক করা হয়েছে। প্রসঙ্গত, বিগত দু বছরে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটেছে যখন চীনের সেনা ভারতীয় সেনার হাতে ধরা পড়েছে। চীনের ওই ধৃত সেনার সঙ্গেই নির্ধারিত পদ্ধতি অনুসারে কথা বলছে ভারতীয় সেনা। কোন পরিস্থিতিতে তিনি এলএসি পার করে ভারতের অংশে এসে পড়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।