সুপ্রিম কোর্টে লোকসভার সদস্যপদ পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন লাক্ষাদ্বীপের প্রাক্তন সাংসদ

টিডিএন বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টে লোকসভার সদস্যপদ পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন লাক্ষাদ্বীপের প্রাক্তন সাংসদ মহম্মদ ফয়জল। ২৮ মার্চ লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জলের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। পিটিশনে ফয়জল তাঁর সাজা স্থগিত হওয়ায় লোকসভার সদস্যপদ পুনর্বহাল করার অনুমতি চেয়েছেন। উল্লেখ্য, হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফয়জলের সাজা ২৫ জানুয়ারী কেরালা হাইকোর্ট স্থগিত করলেও, লোকসভা সচিবালয় তাঁর সাজা স্থগিত হওয়ার পরেও তাঁকে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে অস্বীকার করেছিল।

সিনিয়র আইনজীবী ডঃ অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার অবিলম্বে শুনানির দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য, ফয়জলের লোকসভার সদস্যপদ ১১ জানুয়ারি থেকে বাতিল করা হয়েছে।