নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ আজ শুক্রবার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর হাইস্কুলের মাঠে রাজ্য সরকার উদ্যোগে রাজ্য জুড়ে চলা দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ছাত্রছাত্রী ও যুবকদের উদ্দোগে ছাত্রসংগঠন SIO এর পরিচালনায় একটি বিনামূল্যে ফর্ম ফিলাপ ও হেল্প সেন্টারের আয়োজন করা হয়। যেখানে দুয়ারে সরকারের লক্ষী ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীসহ বিভিন্ন ধরনের ফর্ম ফিলাপ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই ধরনের হেল্প সেন্টারের উদ্দোগ নেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে এই হেল্প সেন্টারের প্রধান উদ্দোক্তা চাঁদপুর গ্ৰামের বাসিন্দা আলমগীর মোল্লা বলেন, ” ইতিপূর্বে দুয়ারে সরকারের একটি ক্যাম্প অনুষ্ঠিত হয় এখানে। সেখানে দেখা যায় কয়েক হাজার মানুষ ফর্ম ফিলাপের জন্য হন্নে হয়ে ঘুরছেন। অনেকেই আবার এক একটি ফর্ম ফিলাপের জন্য ২০-৩০ টাকা নিচ্ছেন। ফলে গরিব মানুষেরা বেশ সমস্যার সম্মুখীন হন। এই অবস্থা দেখে আমরা SIO এর তরফ থেকে এই হেল্প সেন্টার আয়োজন করার উদ্দোগ নেই।” অপর এক সদস্য বলেন, আজকের এই হেল্প সেন্টার থেকে প্রায় ২৫০ জনের ফর্ম ফিলাপ ও অন্যান্য সহায়তা করা হয়েছে।” একই সঙ্গে তিনি জানান, “আগামী ৯ তারিখে আরো একটি ক্যাম্প হবে। সেদিনও এমনই ‘হেল্প সেন্টার’ করা হবে। কারণ আজকের এই ক্যাম্প ভালো সাড়া পাওয়া গিয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।” যেখানে সকলেই টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করছে সেখানে ছাত্র-যুবদের এই উদ্দোগের প্রসংসা করেছেন স্থানীয় মানুষেরা।