নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরা: ত্রিপুরা হিংসা নিয়ে সরব হয়ে আক্রান্তদের যাবতীয় ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করলেন মুসলিম সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল। রবিবার ত্রিপুরার আক্রান্ত এলাকা পরিদর্শনের এই প্রতিনিধি দলে ছিলেন
জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, ,এমারতে শরীয়াহ নদওয়াতুত তামীরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী, অল ইন্ডিয়া মজলিসে মুসাওরাতের সর্বভারতীয় সভাপতি নাভেদ হামিদ, বিশিষ্ট মানবাধিকারকর্মী তথা জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক সফি মাদানী, মার্কাজ জমিয়তে আহলে হাদিস হিন্দের ড: মোহাম্মদ সীস তাইমি, জামাআতে ইসলামী হিন্দের সাউথ আসাম জোনের আমীর নুরুল ইসলাম মাঝারভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।এদিন ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কথা বলেন। সরকারি নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায় মুসলিম সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি দল।