টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশ থেকে প্রকাশিত একটি মর্মান্তিক ঘটনায়, শাহজাহানপুরের একটি জেলা আদালতের ভিতরে এক আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়। মৃত আইনজীবীর নাম অ্যাডভোকেট ভূপেন্দ্র প্রতাপ সিং। তার দেহের কাছ থেকে একটি দেশীয় পিস্তলও উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সুত্রে জানা গেছে।
আদালত কমপ্লেক্সের তৃতীয় তলায় হামলার পর পরিস্থিতি শান্ত করতে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বেশ কয়েকজন আইনজীবী ঘটনাটিকে নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের বাধা বলে অভিহিত করেছেন। শাহজাহানপুরের পুলিশ সুপার এস আনন্দ বলেন, “প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মনে হচ্ছে লোকটি একা ছিল। ঘটনার সময় তার আশেপাশে অন্য কাউকে দেখা যায়নি।ফরেনসিক টিম কাজ করছে।” ঘটনাটি সদর বাজার থানার সীমানায় ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এখনও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। “আমরা বিস্তারিত জানি না। আমরা আদালতে ছিলাম, কেউ এসে আমাদের জানালো যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যখন আমরা দেখতে যাই, তখন আমরা মৃতদেহ এবং তার কাছে একটি দেশীয় তৈরি পিস্তল দেখতে পাই। উক্ত আইনজীবী আগে একটি ব্যাংকে নিযুক্ত ছিলেন এবং গত ৪-৫ বছর ধরে একজন আইনজীবী হিসাবে অনুশীলন করছিলেন “আদালতের একজন সহ আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেন।