রাজ্য

চক্রান্ত করে মাদক মামলায় ফাঁসানো হয়েছে, দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপিতে যোগ দেওয়া নেতার

কৌশিক সালুই, টিডিএন বাংলা,বীরভূম: দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপিতে যোগ দেওয়া এক নেতা। চক্রান্ত করে বিজেপি নেতারা মাদক মামলায় ফাঁসিনো হয়েছে তাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নেতা সোমবার বীরভূমের সিউড়ি আদালতে আত্মসমর্পণ করলেন ও জেল হেফাজত হয়েছে তার। আগামী ২২ শে ডিসেম্বর তাকে ফের বিচারকের সামনে হাজির করানো হবে। যদিও ওই নেতার দাবি নস্যাৎ করে দিয়ে বিজেপির অভিযোগ মামলা থেকে রেহাই পেতে তৃণমূলের দ্বারস্থ হয়েছে সে তাই বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন তিনি।

নিমাই দাস, বাড়ি পারুই থানার বাঁধ নবগ্রাম। বর্তমানে তিনি শান্তিনিকেতনের বাসিন্দা। এলাকার দীর্ঘদিনের তৃণমূল কর্মী ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সে। ২০১৯ সালের ২৯ মে তিনি দিল্লিতে কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায়, শিব প্রকাশ মেনন প্রভৃতি বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তারপর ওই বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রাখার মামলা দায়ের হয়। সেই মামলায় জামিনের জন্য লোয়ার কোর্ট থেকে কলকাতা উচ্চ আদালত এবং সবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে স্থানীয় আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। সেইমতো নিমাই দাস সোমবার সিউড়ি আদালতে এসে আত্মসমর্পণ করেন। ভবিষ্যতে যে তিনি ফের তৃণমূলে যোগ দেবেন সেটা তিনি জানিয়ে দিয়েছেন। নিমাই দাস বলেন,” বিজেপি নেতৃত্ব তাকে নিষিদ্ধ মাদক মামলায় ফাঁসিয়েছে। দিল্লিতে জগলাম এর পর স্থানীয় নেতৃত্ব আশঙ্কা করেছিল তার জন্য তাদের দলের সাংগঠনিক ভাবে অসুবিধা হবে”।

বিজেপির জেলা সভাপতির শ্যামাপদ মন্ডল বলেন,” মিথ্যা মামলা থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে নিমাই দাস কে। পুলিশ প্রশাসন সব রাজ্যের শাসক দল তৃণমূলের আর মামলা করল বিজেপি বিরুদ্ধে। এর থেকে হাস্যকর অজুহাত আর কিছু হতে পারে না। মামলা থেকে রেহাই পেতে তৃণমূলের দ্বারস্থ হয়ে তাদের শেখানো কথা বলছে সে”।
সিউড়ি আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন,” নির্মাতা সেদিন সুপ্রিম কোর্টের নির্দেশে সিউড়ি আদালতে আত্মসমর্পণ করেন, তার জেল হেফাজত হয়েছে। আগামী ২২ ডিসেম্বর তাকে ফের আদালতে হাজির করানো হবে”।

Related Articles

Back to top button
error: