HighlightNewsদেশ

কেন্দ্রীয় শ্রম আইনে বড়োসড়ো পরিবর্তন, ১ জুলাই থেকে দৈনিক কাজের সময় হতে পারে ১২ ঘণ্টা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় শ্রম আইনে বড়োসড়ো পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার। ৮ ঘণ্টার বদলে এবার দৈনিক কাজের সময় বেড়ে হতে পারে ১২ ঘণ্টা। পাওয়া যেতে পারে সপ্তাহে তিন দিন ছুটি। দৈনিক কাজের মেয়াদের ওপর নির্ভর করবে কোনো কর্মচারী সপ্তাহে তিন দিন ছুটি পাবেন কিনা। যদিও এই সংস্কার সময়সাপেক্ষ বিষয় বলেই জানা গিয়েছে।

তবে সূত্রের খবর, এই শ্রমবিধি সংস্কার সংক্রান্ত নির্দেশিকা সমস্ত রাজ্যে পাঠানোর প্রক্রিয়া শেষ হলে তিন মাস পর ১ জুলাই থেকেই কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল হতে পারে। নয়া নিয়মে সপ্তাহে তিন দিন ছুটির মতন প্রলোভনের বিষয় থাকলেও জানা গিয়েছে এই পরিবর্তনের ফলে একজন কর্মীর বেতন বাবদ হাতে টাকা বা, টেক হোম স্যালারির পরিমাণ কমে আসার সম্ভাবনাও রয়েছে। যদিও পিএফের অনুদান বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত গোটা বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে।

জানা গিয়েছে, নতুন শ্রমবিধি অনুসারে দেশজুড়ে ন্যূনতম বেতন কার্যকর করা হবে। এর ফলে লাভবান হবেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকরা। নতুন নিয়ম অনুযায়ী, দৈনিক কাজের সময় ৮-৯ ঘন্টা থেকে বেড়ে হতে পারে ৯-১২ ঘন্টা। যারা দৈনিক ১২ ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে তিন দিন ছুটি পাবেন। প্রত্যেক ৫ ঘণ্টা টানা কাজের পর ৩০ মিনিট বিরতি নেওয়া যাবে। দেশের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্সের আওতায় নিয়ে আসা হবে। নয়া বিধি অনুসারে মহিলারা নাইট শিফট করতে পারবেন।

Related Articles

Back to top button
error: