HighlightNewsরাজ্য

বগটুই গণহত্যার ঘটনায় ধৃত এক নাবালকও, হোমে রাখার নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক : রামপুরহাটের বগটুই গণ হত্যার ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। এই ঘটনায় ৯ জন কে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক নাবালকও। এই খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত সবাই। এমন নয় যে এর আগে কোনো হত্যা বা সমাজবিরোধী কাজে কোনো নাবালকের নাম জড়ায়নি। কিন্তু কোনো গণ হত্যায় নাবালোকের নাম জড়ানোর ঘটনা বিরল।

মঙ্গলবার সিবিআই সিউড়ির জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে নাবালককে নিয়ে এলে বিচারক হোম হেফাজতের নির্দেশ দিলেন। জানা গিয়েছে, প্রথমে ওই নাবালককে গ্রেপ্তার করে সিট। কিন্তু পরবর্তীতে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বয়সের প্রমাণপত্র দেখিয়ে অভিযুক্তকে নাবালক দাবি করা হয়। যার ফলে ওই কিশোরের বিচার পর্ব শুরু হয় সিউড়ির জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে। এদিন নাবালকের মা সহ তাকে কড়া পুলিশি নিরাপত্তায় বহরমপুর হোম এ পাঠানো হয়। সাত দিন পর তাকে ফের জাস্টিস বোর্ডের এজলাসে নিয়ে আসা হবে।

উল্লেখ্য যে, সম্প্রতি বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা ওই পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে হত্যা করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। অভিযোগ এরপর সেই হত্যার প্রতিশোধ নিতে তার অনুসারীরা আগুন ধরিয়ে দেয় এলাকার বহু বাড়িতে। যে ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয় ৯ জনের। যার মধ্যে ছিল অধিকাংশই নারী ও শিশু। এই নৃশংস গণহত্যায় রাজ্য সরকারের সমালোচনায় সরব হয় বিরোধীরা।

Related Articles

Back to top button
error: