দেশ

খবর করতে গিয়ে প্রহৃত উর্দু সংবাদপত্রের মুসলিম সাংবাদিক

টিডিএন বাংলা ডেস্ক : মন্দির ভাঙার প্রতিবাদ চলছিল মাইসুরুতে। হিন্দুত্ববাদী সংগঠনের সেই প্রতিবাদের খবর করতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় এক উর্দু সংবাদপত্রের সাংবাদিক। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সফদার কাইজার।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মাইসুরু নর্থ গেটের মন্দির এবং হুচগানি গ্রামের শিবমন্দির ভাঙার প্রতিবাদ করে বিক্ষোভ দেখাচ্ছিল হিন্দু জাগরণ ভেদিক সংগঠন। সফদার সংগঠনের সাধারণ সম্পাদক জগদীশ কারনাথের বক্তব্য রেকর্ডিং করছিলেন। সেটা সংগঠনের কয়েকজনের চোখে পড়তেই শুরু হয়ে যায় তাণ্ডব। সেই রেকর্ডিং মুছে ফেলতেও বারবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রণক্ষেত্র পরিস্থিতি আয়ত্বে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ। তারাই ওই সাংবাদিককে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। অভিযোগ, সেখানেও সফদারকে মারতে ছুটে যায় অভিযুক্তরা।

নির্যাতনের শিকার ওই সাংবাদিক বলেন, ওরা পরিচয় পত্র দেখতে চায়। আমি পাল্টা প্রশ্ন করি শুধু আমার পরিচয় পত্র কেন পরীক্ষা হবে? এতেই ওরা কোনও জবাব না দিয়ে মারধর শুরু করেন।‘
এই ঘটনার তীব্র নিন্দা করেছে মাইসুরু জেলা সাংবাদিক

সংগঠন। তারা রীতিমতো চিঠি লিখে পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: