হিজাব করে পরীক্ষায় বসার আবেদন শুনতে নতুন বেঞ্চ সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: হিজাব করে পরীক্ষায় বসার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে করা শিক্ষার্থীদের মামলা শুনতে নতুন বেঞ্চ গড়ছে শীর্ষ আদালত। বিজেপি শাষিত কর্নাটকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাবের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছেন অসংখ্য মুসলিম শিক্ষার্থীরা। কিন্তু আগামী ৯ মার্চ থেকে কর্নাটকে পরীক্ষা শুরু হচ্ছে। সেই পরীক্ষায় হিজাব পরে বসার অনুমতি চেয়ে কিছু শিক্ষার্থী আবেদন জানান সুপ্রিম কোর্টে। সেই মামলায় আজ শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ‘‘তিন বিচারপতির বেঞ্চে আবেদনের পরবর্তী শুনানি হবে।’’ এই পরীক্ষায় তারা বসতে না পাড়লে তাদের ভবিষ্যত নষ্ট হবে তাই তাদের হিজাব পড়েই পরীক্ষায় বসতে দেওয়া হোক বলে দাবি তুলেছেন মুসলিম পরীক্ষার্থীরা।