HighlightNewsআন্তর্জাতিক
সন্ত্রাসবাদি মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি আদালত
টিডিএন বাংলা ডেস্ক: পুলবামা হামলার মূল অভিযুক্ত সন্ত্রাসবাদি মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি আদালত। মাসুদ আজহারকে আগামীকালের মধ্যে গ্রেফতার করে আদালতে পেশ করার নোটিশ দিয়েছে ওই বিশেষ আদালত। সন্ত্রাসবাদি মাসুদ আজহারের বিরুদ্ধে আতঙ্কবাদী হামলা জন্যে ফান্ডিং করার অভিযোগও রয়েছে। পাকিস্তানের গুজরাঁবালা সন্ত্রাসবিরোধী আদালত জেইএমের কিছু সদস্যদের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগ সিটিডির দ্বারা শুরু করা টেরর ফান্ডিং মামলায় শুনানি চলাকালীন এই গ্রেফতারির পরোয়ানা জারি করেছে। সিটিডির তরফ থেকে আদালতকে জানানো হয়েছে, জেইএম প্রধান টেরর ফান্ডিংয়ের সঙ্গে জড়িত এবং তিনি জিহাদি সাহিত্য বেচেন।