টিডিএন বাংলা ডেস্ক: ওডিশার বালেশ্বরে মর্মান্তিক করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশে। ওই ট্রেনে অনেক বাঙ্গালীও ছিলেন বলে খবর। ইতিমধ্যে ওডিশায় পৌঁছেছে বাংলা থেকে পাঠানো উদ্ধারকারী দল। জানা গিয়েছে, আজ ঘটনাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে গতকালই। হেল্পলাইন নম্বরগুলি হল 033- 22143526/ 22535185। এছাড়াও অন্যান্য হেল্পলাইন নম্বরগুলি হল, হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638 2217, খড়গপুর ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর হল 8972073925/ 9332392339, বালাসোর ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর 8249591559/ 7978418322 এবং শালিমার ডিভিশনের জন্য 9903370746। বিপদগ্রস্ত যাত্রীদের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর হল 6782262286।
পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ওডিশা সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উদ্ধারকাজ, প্রয়োজনীয় জিনিসপত্র এবং চিকিৎসার সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে ওডিশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলের সঙ্গেও। পুরো বিষয়টি নবান্ন থেকে মনিটরিং করা হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজে গোটা বিষয়টি মনিটরিং করছি। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব এবং অন্য আধিকারিকরা।”