টিডিএন বাংলা ডেস্ক: ২৭ জানুয়ারি থেকে শুরু হবে দুদিনের পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে রাজ্য সরকার কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিল পাস করবে এবং আন্দোলনকারী কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করবে। পাশাপাশি জিএসটি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করবে বলে জানা গেছে। রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চ্যাটার্জি শুক্রবার রাতে একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এই বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরো বলেন, অধিবেশন চলাকালীন জিএসটির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে।