সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির; শিব মন্দির তৈরি করতে নিজের পৈত্রিক ভিটে দান করল মুসলমান পরিবার

ছবি সৌজন্যে আসিফ খানের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: অসামান্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নজির। আল্লাহর বান্দার সৌজন্যে তৈরি হবে দেবাদিদেব ভোলানাথের নতুন ঠিকানা। উত্তরপ্রদেশের মিরাটে ঠিক এমনই একটি অসামান্য সাম্প্রদায়িক ভাতৃত্বের ছবি ফুটে উঠেছে। হিন্দুদের দেবতার মন্দির প্রস্তুত করার জন্য নিজের পৈত্রিক ভিটে দান করলেন হাজি আসিম আলি। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে নিজের জমির দলিল মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে হাজি আসিম আলি ও তাঁর পরিবার।

১৯৭৬ সালে হাজি সাহেবের কাকা কাসিম আলি সাহেব মৌখিকভাবে মন্দির তৈরীর জন্য উত্তরপ্রদেশের ইন্দ্রনগরে তাঁদের বাড়ির প্রায় ১৮০০ বর্গফুট এলাকা মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন। এরপর মৌখিক কথার ভিত্তিতেই উত্তরপ্রদেশের শাহনাথন মহল্লায় তৈরি হয়েছিল শিব মন্দিরটি। প্রায় ২৫ বছর আগে মন্দিরটি নির্মাণ হয়ে গেলেও বিভিন্ন জটিলতায় মন্দির কমিটির হাতে জমির দলিল এসে পৌঁছয় নি। এবার সেই সমস্ত জটিলতা মিটিয়ে মন্দির কমিটির হাতে জমির যাবতীয় কাগজ তুলে দিলেন হাজি আসিম আলি।