টিডিএন বাংলা ডেস্ক: দেশ জুড়ে যখন সাম্প্রদায়ীক উত্তেজনা বৃদ্ধির অপপ্রয়াস চলছে। তখন আবারও সম্প্রীতির অনন্য নজির দেখা গেল বসিরহাটের প্রত্যন্ত গ্রামে। বসিরহাটের দুই নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কাছাকাছি কোনও শ্মশান না থাকায় ২০ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মৃতদেহ দাহ করতে যান। সেই কারণে দীর্ঘদিন থেকেই একটি শ্মশানের দাবি জানাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে বাসিন্দাদের সেই দাবি মেনেই পাঁচ মুসলিম ব্যক্তির দান করা জমিতে তৈরি করা হল একটি নতুন শ্মশান। জানা গিয়েছে, এক বিঘা জমির উপরে এই শ্মশানটি গড়ে তোলা হয়েছে। এই আধুনিক মানের শ্মশানটি পেয়ে স্বভাবতই খুশি বসিরহাট ২ নম্বর ব্লকের ৮ লক্ষ মানুষ।