HighlightNewsদেশ

তল্লাশির নামে বাড়িতে এসে মহিলাকে গুলি উত্তরপ্রদেশে

টিডিএন বাংলা ডেস্ক: ফের বিজেপি শাসিত যোগীর রাজ্যে নিরাপরাধ অসহায় ব্যক্তিকে গুলি করে হত্যা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ইসলামনগর গ্রামে আবদুল রহমানের বাড়িতে পুলিশি অভিযান চলার সময় গুলিতে নিহত হন এক মহিলা। অভিযোগ গরু জবাইয়ের অভিযোগে আবদুল রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশ। সে সময় বাড়িতে আব্দুলের বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। সারা বাড়িতে ছিল উৎসবের মেজাজ। স্বাভাবিকভাবেই পুলিশকে ভেতরে ঢুকতে বাধা দিতে চান ৫৩ বছর বয়সী আব্দুলের মা রোশনি। অভিযোগ এই সামান্য প্রতিবাদ মেনে নিতে পারেনি যোগীর রাজ্যের পুলিশ। মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোশনির।

রোশনির আরেক ছেলে আতিকুর রহমান জানিয়েছেন, ঘটনার দিন পনেরো থেকে কুড়ি জন পুলিশ তাঁর ভাই আবদুল রহমানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য একটি বিশেষ দল নিয়ে তাঁদের বাড়িতে অভিযান চালায়। অনেক জিজ্ঞাসা করলেও রহমানকে কেন হেফাজতে নেওয়া হবে তা জানায় না পুলিশ। এরপর পুলিশকে তাঁদের মা বাধা দিতে গেলে একজন পুলিশ অতর্কিত গুলি চালায়। মৃত্যু হয় রোশনির। বন্ধ হয়ে যায় তাদের বোন রাবিয়ার বিয়ের অনুষ্ঠান।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে দুই ভাই আতিকুর রহমান এবং আবদুল রহমান পলাতক। সিদ্ধার্থনগর সার্কেল অফিসার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তল্লাশির নাম করে এলাকার কোদরা গ্র্যান্ট গ্রামে হানা দিয়েছিল সশস্ত্র পুলিশের একটি দল। তাঁদের কাছে বিশ্ব হিন্দু পরিষদের লোকজন অভিযোগ দায়ের করেছিল, স্থানীয় বাসিন্দা উবেদ-উর রহমান গো-হত্যা করেছে। এই অভিযোগের ভিত্তিতে রহমানকে গ্রেফতারের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। একপ্রস্থ বচসার পর ওই যুবকের আত্মীয় প্রতিবেশীরা পুলিশকে তাড়া করে। এরপর নিরস্ত্র গ্রামবাসীদের তাড়া খেয়ে খানিকটা পিছু হটলেও ফের বন্দুক হাতে ঘুরে আসে পুলিশ। সে সময়ই ৫৩ বছর বয়সী ওই মহিলাকে গুলি করে পুলিশ।

Related Articles

Back to top button
error: