নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার রাতে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ফরাক্কা থানার জীগরী মোড় সংলগ্ন গোপালনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম আলম শেখ( ২৬)। তার বাড়ি ফরাক্কা থানার বল্লালপুর এলাকায়। সে রেল দফতরে বেসরকারি কর্মী হিসেবে ইলেক্ট্রিকের কাজ করতো। সে ডাকবাংলা থেকে বাড়ি যাচ্ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।