এবার নতুন পদ্ধতিতে আধার প্রতারণা! ‘বায়োমেট্রিক লক’-এর নামে ফোন আসলে সাবধান

টিডিএন বাংলা ডেস্ক: আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা চুরির ঘটনায় শঙ্কিত ভারতবাসী। আর তারই মধ্যে সামনে এল আর এক নতুন পদ্ধতিতে আধার প্রতারণা বা ফাঁদের ঘটনা। এবার কৌশল পরিবর্তন করে মাঠে নেমেছে সাইবার প্রতারকরা। ‘বায়োমেট্রিক লক’-এর নাম করে টাকা হাতিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা সামনে আসতেই শুরু হয়েছে হৈচৈ। সাইবার চোরেদের দাপাদাপিতে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন।

এই ধরনের সাইবার প্রতারণার ঘটনায় সমস্ত সঞ্চিত সম্পদ খুইয়ে সর্ব শান্ত হয়েছেন অনেকেই। প্রতারকদের ফাঁদে পড়েছেন আইনজীবী থেকে শুরু করে অভিনেত্রী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সকলেই। যার ফলে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে সাইবার বিভাগের সরকারী আধিকারিকরা। এমতাবস্থায় বায়োমেট্রিক প্রতারণার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে রক্ষা করতে ‘বায়োমেট্রিক লক’ করার পরামর্শ দিয়েছে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। কিন্তু সেই ঘোষণাকেই পুঁজি করে আধার প্রতারণার নতুন পদ্ধতি খুঁজে নিল সাইবার প্রতারকরা।

বর্তমান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, একটি অচেনা নম্বর থেকে ফোন করে সরকারী আধিকারিক পরিচয় দিয়ে সোনারপুরের ব্যবসায়ী প্রণয় হালদারকে বলা হয়, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে তাতে ক্লিক করে অবিলম্বে বায়োমেট্রিক লক করতে হবে। অন্যথায় আধার প্রতারণার শিকার হয়ে সমস্ত সঞ্চিত সম্পদ হারাতে পারেন তিনি। কিন্তু ওই ব্যবসায়ীর সন্দেহ হওয়ার জেরে কারণে তিনি তাদের কথা মত ওই লিঙ্কে ক্লিক করেননি। রাজ্যের নাগরিকদের সতর্ক করে দিয়ে পুলিশের তরফে বলা হয়েছে, অবিলম্বে m-Aadhar মোবাইল অ্যাপে গিয়ে গ্রাহকদের নিজের বায়োমেট্রিক লক করতে হবে। এছাড়া কোনও অজানা বা অচেনা নম্বর থেকে আসা ফোনে ওপারের থাকা ব্যক্তির সঙ্গে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না।