HighlightNewsদেশ

সমালোচনার চাপে অবশেষে বিজেপির ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে পথে নামলো আম আদমি পার্টি

টিডিএন বাংলা ডেস্ক : বিভিন্ন সংগঠন ও সাধারণ নাগরিকদের সমালোচনায় চাপে পড়ে অবশেষে বিজেপির ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে দিল্লিতে পথে নামলো আম আদমি পার্টি। এদিন তারা এই পদযাত্রা থেকে সরাসরি বিজেপির ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। জানা গিয়েছে, রবিবার আপ দিল্লির একটি স্থানে নয় বরং বিভিন্ন স্থানে পদযাত্রা বের করে। তারা জনগণকে বিজেপির ‘গুন্ডা রাজ এবং দুর্নীতি’ ও ‘হুমকি’ তে ভয় পেতে নিষেধ করেছেন। এই পদযাত্রা থেকে তারা জনগণকে বার্তা দেন যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি যেকোনো বিপদে দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াবে। একইসঙ্গে কোনো সংস্থাগুলিকেই নাগরিকদের সম্পত্তির উপর বুলডোজার চালাতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের অভিযোগ, দিল্লির বিজেপি কাউন্সিলররা নাগরিকদের ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেল এবং হুমকি দিচ্ছে। তারা লোকদের হুমকি দিচ্ছে যে যদি তারা বিজেপিকে টাকা না দেয় তাহলে তাদের বাড়ি এবং দোকানের উপর বুলডোজার চালানো হবে।

তবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, যখন দিল্লিতে জাহাঙ্গিরপুরামে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল মুসলিমদের দোকান ও ঘরবাড়ি। তখন আপের এই প্রতিশ্রুতি কোথায় ছিল? কেন তারা এর বিরুদ্ধে একটি প্রতিবাদও জানায়নি? এখন কি ভোট কেটে যাওয়ার ভয়েই তারা এই সব কথা বলছেন সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। এখনও পর্যন্ত ওই ঘটনায় আম আদমি সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চাইছেন অনেকেই। প্রসঙ্গত, দিল্লির জাহাঙ্গীরপুরীতে একটি মসজিদের কাছাকাছি বেশ কয়েকটি কংক্রিট এবং অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। মসজিদের গেটও ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Related Articles

Back to top button
error: