এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে ফোনালাপে অভিষেক, শুক্রবার বৈঠকের আশ্বাস

ছবি সংগৃহীত, প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ ৫০০ দিন ধরে প্রতিবাদ মিছিল, অবস্থান-বিক্ষোভ চালিয়ে আসছেন এসএসসির চাকরিপ্রার্থী। এবার সেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনালাপ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চাকরিপ্রার্থীদের দাবি, আগামীকাল শুক্রবার মঞ্চে এসে তাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অভিষেক আন্দোলনকারীদের অন্যতম নেতা শাহিদুল্লা নামে এক ব্যক্তির সঙ্গে ফোন কথা বলেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ থেকেই কলকাতার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, অবস্থান-বিক্ষোভ করছেন এসএসসির চাকরিপ্রার্থী। তাদের অভিযোগ, তারা পরীক্ষায় যোগ্যতার সঙ্গে পাশ করেছেন। কিন্তু তাদের থেকে অনেক কম নম্বর পাওয়া, এমনকি যারা পরীক্ষাই দেয়নি এমন অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়ে গিয়েছেন। তাই আন্দোলনকারীরা অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগ এবং যে দুর্নীতি হয়েছে তার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। এই ঘটনায় জড়িত সকলকে খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবিও করেছেন তারা।