টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মনোজ শর্মা, যিনি দুর্ঘটনাক্রমে এক মহিলার মাথায় গুলি করার অভিযোগে পলাতক ছিলেন, শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই পুলিশ অফিসার একটি থানার ভিতরে পিস্তল রিলোড করছেন , তার কিছুক্ষণ পরই যখন হঠাৎ পিস্তলটি থেকে গুলি বিস্ফোরিত হয় এবং টেবিলের ওপারে দাঁড়িয়ে থাকা এক মহিলার মাথায় আঘাত করে। তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলেই পড়ে যান।
গত ৮ ডিসেম্বর দুর্ঘটনাজনিত গুলিবর্ষণের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং ৫৫ বছর বয়সী ইশরাত নিগার ১৪ ডিসেম্বর মারা যান।
গ্রেফতারি নিয়ে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কালানিধি বলেন, এসআই মনোজ শর্মাকে বান্নাদেবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে মনোজ পলাতক ছিলেন,।
পুলিশ সুপার আরও বলেন, “পলাতক এসআইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল এবং তার মাথায় ২০,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এসআইয়ের কাছে পিস্তল হস্তান্তরকারী পুলিশ সদস্যকে অবহেলার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।”(সুত্র-সিয়াসাত ডেইলি)