নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ আজ ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হুগলির বৈদ্যবাটির ভাই ভাই সংঙ্ঘের ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে পতাকা উত্তলোন করলেন অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না ও ক্লাব সম্পাদক সেখ সিরাজ। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যে আবু আফজাল জিন্না বলেন, “দেশ স্বাধীনতা পেয়েছে আমাদের পূর্ব পূরুষদের বহু রক্তের বিনিময়ে। ভগত সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনি হাজরার মতো হিন্দুরা যেমন জীবন দিয়েছেন। পাশাপাশি মহাম্মদ আলি, শওকত আলি, মুজাহিদ জাফর থানেশ্বরি মতো হাজার হাজার উলামায়েকেরামরাও রক্ত দিয়েছেন। জাতীয় পতাকার রুপকার ছিলেন একজন মুসলিম নারী সুরাইয়া বদরুদ্দিন তাইয়েবজি। বৃটিশ পতাকা ছিনিয়ে প্রথম লালকেল্লায় উড়ায় কর্নেল সাহনাওয়াজ খান। হয়তো আজ নতুন প্রজন্ম এই ইতিহাস ভুলে গিয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা দেখিয়ে হাজার হাজার উলামায়েকরামগন শহীদ হয়েছেন। দেশের ভালোবাসায় কোন অংশেই কম ছিলেন না উলামায়েকরামগন।” এদিন পতাকা উত্তোলনের পর ভারতের স্বাধীনতা সংগ্ৰামীদের আত্বার শান্তি কামনা করা হয়। পাশাপাশি করোনা আবহে মানুষের রোগ মুক্তি ও এক নতুন সূর্যের উদয়ের জন্য প্রার্থনা করা হয়। অবশ্য করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থবিধি মেনে সরকারি নির্দেশ অনুযায়ী অল্প সংখ্যক লোকসমাগম করা হয়।