টিডিএন বাংলা ডেস্ক: বিলকিস বানো গণধর্ষণ মামলায় অভিযুক্ত এক ব্যক্তি বর্তমানে আইনজীবী হিসাবে তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন! আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তোলপাড়। গণধর্ষণ মামলার মত মারাত্মক দায়ে অভিযুক্ত থাকার পরেও কিভাবে তিনি আইনজীবী হিসাবে কাজ করার লাইসেন্স পেলেন তা নিয়ে বিস্মৃত হয়ে প্রশ্ন তুলেছেন খোদ সুপ্রিম কোর্টের এক বিচারপতি। আর এ নিয়ে ইতিমধ্যে বিচার বিভাগের মধ্যে পড়ে গেছে শোরগোল। ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিলকিস বানো মামলার একটি শুনানিতে। ধর্ষণে অভিযুক্তদের মুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একটি মামলা। রাধেশ্যাম শাহ নামে এক অভিযুক্তের আইনজীবী ঋষি মালহোত্রা সওয়াল জবাবে সময় নিজের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বিলকিস মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল।
এই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি বার কাউন্সিলের জবাবদিহি চেয়ে পাঠিয়েছে। প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে হিংসার ঘটনায় অন্তস্বত্ত্বা মুসলিম মহিলা বিলকিস বানোকে ধর্ষণ ও পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও খুন করা হয়। সেই ঘটনায় ১১ জন সাজাপ্রাপ্তকে মুক্তি দেয় গুজরাট সরকারের। গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একটি মামলা।