সিধু মুসেওয়ালা খুনের অভিযুক্তকে জেলে মারধর, হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের লুধিয়ানা জেলে বন্দী সিধু মুসেওয়ালা খুনের অভিযুক্তকে জেলের মধ্যেই মারধর করা হয়েছে। জানা গিয়েছে, প্রখ্যাত গায়ক সিধু মুসেওয়ালা খুনের মামলায় ধৃত অভিযুক্তকে জেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম সতবীর। জানা গিয়েছে, কারাগারে সহবন্দিদের সঙ্গে তার সংঘর্ষ হয়। সতবীর মাথায় চোট পেয়েছেন। পুলিশ সতবীরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মাথায় সেলাই করা হয়।