HighlightNewsরাজ্য

দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা; কলকাতায় ফিরে, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন বলে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সকালে গ্রেফতারের পর তাঁকে প্রথমে কলকাতার একটি কেন্দ্রীয় হাসপাতালে এবং পরবর্তীতে এসএসকেএম-এ ভর্তি করা হয়। পরে ইডির আপত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমস হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁর সাস্থ্য পরীক্ষা পর জানায়, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক তেমন কোন জটিলতা নেই। ফলে সোমবার সন্ধ্যার মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ তাঁকে আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ উপাধি জ্ঞাপন কালে বক্তব্য রাখতে গিয়ে প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, কোনও রকম অন্যায় কাজকে তাঁর দল বা রাজ্য সরকার সমর্থন করে না। যে যত বড়ই অন্যায় করুক না কেন তার শাস্তি সে পাবে। তিনি আরও বলেছিলেন, আদালতের রায়ের উপর তাঁর ভরসা আছে। আদালত যে রায় দেবে তিনি ও তাঁর দল তা মেনে নেবেন। আর পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতিতে জড়ানো সম্পর্কে বলেছিলেন, যদি সত্যিই দুর্নীতিতে জড়িয়ে থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও কোনও আপত্তি নেই।

এদিন কলকাতা বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে মমতার মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। পার্থ চট্টোপাধ্যায় প্রত্যুত্তরে জানান, মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন। অর্থাৎ তিনি অন্যায়কারী প্রমাণিত হলে আদালত যে শাস্তি দেবে তিনি তা মেনে নেবেন।

Related Articles

Back to top button
error: