দেশ

এনএইএর করা ইউএপিএ-র একটি মামলা থেকে অব্যাহতি পেলেন অখিল গগৈ

টিডিএন বাংলা ডেস্ক : কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি তথা বিধায়ক অখিল অখিল গগৈ এর বিরুদ্ধে চাবুয়া এবং চাঁদমারি থানায় এনআইএ-র দুটি মামলা ঝুলছিল। যার মধ্যে চাবুয়া থানায় এনআইএ-র মামলা থেকে মঙ্গলবার অভিযোগ মুক্ত হলেন অখিল। কিন্তু ইউএপিএ আইনের ধারায় এই মামলা দায়ের করেছিল এনআইএ। কিন্তু এনআইএ আদালত এ দিন এই মামলা থেকে অখিলকে অভিযোগমুক্ত করার রায় দিয়েছে ফলে চাঁদমারি থানায় এনআইএর একটি মামলায় এখন ঝুলে রয়েছে অখিলের বিরুদ্ধে। তবে চাঁদমারি থানায় মামলার শুনানি চলছে। আগামী দুইদিন এই মামলার শুনানি হবে আদালতে। তারপরে রায় দেবে এনআইএ আদালত। ফলে অখিল কবে খোলা আকাশের নিচে আসবেন, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বর্তমানে আরও কয়েকদিন অখিলকে বিচারবিভাগীয় হেফাজতেই কাটাতে হবে। এদিকে এনআইএ আদালতের রায়ের পরে বাইরে বেরিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে অখিল বলেন, মিথ্যে মামলায় এক বছর ধরে আমাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। অন্যদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অভিযোগ এনআইএ-কে পুরোপুরি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এদিন আদালতের নির্দেশ সেটাই প্রমাণ করেছে। (সুত্র -সাময়িক প্রসঙ্গ )

Related Articles

Back to top button
error: