টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি ভারতে জাতীয় টেলিভিশনে বিজেপির জাতীয় মুখপাত্র তথা নেত্রী নূপুর শর্মার নবী মহম্মদ(সঃ)-এর অবমাননা কাণ্ডে উত্তাল আরব তথা মুসলিম দুনিয়া। সমালোচনা করেছে জাতিসংঘ, ওআইসি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। একই সাথে তার মন্তব্যের জেরে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার সেই নবীর অবমাননা বিতর্কে মুখ খুললেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। প্রধানমন্ত্রীর এই ঘৃণার বিষ ছড়িয়ে পড়া ঠেকানো উচিত বলেই মনে করেন তিনি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাধারণের মধ্যে চেতনা ফেরাতে পারেন। তিনি হরিদ্বারের ধর্ম সংসদে দাঁড়িয়ে যা বলেছিলেন, সেগুলি যদি সত্যিই বিশ্বাস করেন তাহলে এই মুহূর্তে দেশবাসীকে ভালো মন্দের ফারাকটা উনি বোঝাবেন।”
পাশাপাশি তিনি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমি অবাক হব না যদি এই ধরণের ঘৃণাপূর্ণ বক্তব্য আবার বলা হয়।’ এদেশে উপর মহল থেকে একটিও নিন্দাসূচক শব্দ উচ্চারিত না হওয়ায় লক্ষ লক্ষ বিশ্বাসীর মনে আঘাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেন, “ওঁর (নূপুর) ক্ষমা চাওয়ার কায়দা একেবারেই সঠিক ছিল না। যাঁদের বিশ্বাসে উনি আঘাত করেছেন, তাঁদের প্রতি কোনও সমবেদনা জানাননি উনি। বর্তমানে দেশে কেউ শান্তির কথা বললেও তাঁর এক বছরের জেল হয়। আবার কেউ গণহত্যার কথা বললে, তাঁকে সামান্য টোকা মারা হয়।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন শুভ বুদ্ধির উদয় হবে। এবং মুসলমানদের প্রতি ‘ঘৃণার তরঙ্গ’ বিলুপ্ত হয়ে যাবে একদিন। তাঁর জীবদ্দশায় না ঘটলেও একদিন নিশ্চয়ই তা হবে।