HighlightNewsদেশ

আনুষ্টানিক ভাবে এনডিটিভির মালিকানা গেল আদানি গোষ্টির হাতে, ইস্তফা ২ প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও স্ত্রী রাধিকার

টিডিএন বাংলা ডেস্ক: জল্পনা চলছিল বেশ কিছু দিন থেকেই। অবশেষে আনুষ্টানিক ভাবে এনডিটিভির মালিকানা চলে গেল আদানি গোষ্টির হাতে। ফলে এনডিটিভির পরিচালন সংস্থার অধিকর্তা বা চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় এবং নির্বাহী পরিচালক পদ থেকে ইস্তফা দিলেন তাঁর স্ত্রী সাংবাদিক রাধিকা রায়। তারা দুই স্বামী-স্ত্রী ছিলেন এনডিটিভির প্রতিষ্ঠাতা। কিন্তু সোমবার এনডিটিভির প্রাক্তন পরিচালন গোষ্ঠী আরআরপিআরএইচ তাদের নিজেদের ৯৯.৫ শতাংশ শেয়ার আদানি গ্রুপ অধিকৃত সংস্থা ভিসিপিএলকে বিক্রি করে দেয়। এরপরই মঙ্গলবার এনডিটিভি পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা জানানো হয়েছে স্টক এক্সচেঞ্জকে। প্রণয় ও রাধিকার পদত্যাগের পরপরই নতুন পরিচালন গোষ্ঠীর বোর্ডে যোগ দেন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ। এখন থেকে এই নিরোপেক্ষ টিভি চ্যানেল হিসাবে পরিচিত এনডিটিভির ভাগ্য নির্ভর করছে আদানি গোষ্টির হাতে।

Related Articles

Back to top button
error: