নিজের পায়ে দাঁড়িয়ে পথশিশুদের জন্য কিছু করতে চান উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম অদিশা দেবশর্মা

টিডিএন বাংলা ডেস্ক: প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ৪৯৮ পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তাঁর এই নম্বরে বিস্মিত হয়েছেন স্বয়ং অদিশা দেবশর্মা নিজেই। তাঁর এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকার মানুষ। সাধারণত সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আমলা হওয়ার স্বপ্নের কথা বলেন। কিন্তু অদিশা শোনালেন তার অন্যরকমের এক স্বপ্নের কথা।

ভবিষ্যতে কি করতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অদিশা জানান তিনি ভবিষ্যতে পেশা হিসাবে ইঞ্জিনিয়ারিং কেই বেছে নিতে চান। তবে তাঁর স্বপ্ন হচ্ছে প্রথমে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে যাদের কোনো আশ্রয় স্থল বা সাহায্যকারী নেই সেই পথশিশুদের পাশে দাঁড়ানো। তাঁর কথায়, ‘‘ভবিষ্যতে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। পথশিশুদের জন্যও কিছু করতে চাই।’’